মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

ওয়েব ডিজাইন

 ওয়েব ডিজাইন কি ?


একজন ওয়েব ডিজাইনার একটি সাইটের বাইরের কাঠামো তৈরি করেন । অর্থাৎ, ওয়েব সাইটটি দেখতে কেমন হবে তা নির্ধারণ করেন । ওয়েব ডিজাইনারের মূল কাজ হচ্ছে সাইটের জন্য টেমপ্লেট তৈরি করা । ওয়েব ডিজাইনার একটি সাইটে নানা রকম ডিজাইন করেন । তিনি শুধু সাইট এর প্রদর্শন অববয় করেন । এখানে কোন অ্যাপ্লিকেশন থাকবে না । একজন ওয়েব ডিজাইনার মূলত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করেন । ওয়েব ডিজাইন শিখতে হলে আপানাকে এইচটিএমএল, সিএসএস এবং ফটোশপ জানতে হবে । আরও দক্ষতা বাড়াতে জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন । ওয়েব ডিজাইন শেখা তেমন কঠিন নয় । ওয়েব ডিজাইন শিখতে প্রায় ২-৩ মাস সময় লাগে ।


ওয়েব ডিজাইন এর বিষয় সুমহঃ
ওয়েব ডিজাইনার হতে হলে আপানাকে যে বিষয়গুলো শিখতে হবে তা ধাপে ধাপে নিচে আলোচনা করা হয়েছে;

এইচটিএমএলঃ  এইচটিএমএল (HTML)  হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার প্রথম ধাপ । আপনি ওয়েব ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট যেটা-ই শিখুন না কেন আপনাকে প্রথমে এইচটিএমএল (HTML) শিখতে হবে । কেননা, আমাদের দেহের কাঠামো গঠন করার জন্য রয়েছে কঙ্কাল । ঠিক তেমনি এইচটিএমএল হচ্ছে একটি ওয়েবসাইট এর কঙ্কাল । অর্থাৎ, এটি একটি ওয়েব সাইটের কাঠামো গঠন করে । এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় । এটা একটা মার্কআপ ল্যাংগুয়েজ । এইচটিএমএল শেখা খুবই সহজ । আপনি কয়েক দিনের মধ্যেই এইচটিএমএল শিখতে পারবেন ।

সিএসএসঃ এইচটিএমএল শেখার পর সিএসএস (CSS) শিখতে হবে । এইচটিএমএল দিয়ে একটি সাইটের কাঠামো তৈরি করা যায় । কিন্তু ওয়েব সাইটটি দৃষ্টিনন্দন করতে সিএসএস শিখতে হবে । অর্থাৎ, ওয়েবসাইট সাজাতে সিএসএস এর বিকল্প নেই । এটা মুলত ওয়েবসাইটের ডিজাইন টুল হিসেবে কাজ করে । সিএসএস শেখা শেখা তেমন কোন কঠিন কিছু নয় । আপনএক৪০-৪৫ দিনের মধ্যেই সিএসএস শিখতে পারবেন ।

ফটোশপঃ ওয়েব ডিজাইন শিখতে হলে  ফটোশপ এর বেসিক ধারনা নিতে হবে । কেননা, একটি ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় লোগো, ব্যানার, ফেভিকন ইত্যাদি তৈরি করতে ফটোশপ প্রয়োজন হয় । এছাড়া, পিএসডি টু এইচটিএমএল কনভার্টের মাধ্যমে আপনি ফটোশপ দিয়ে একটি টেম্পলেট তৈরি করে  ওয়েব টেম্পলেট এ রুপান্তর করতে পারবেন । ওয়েব ডিজাইন শেখার জন্য বেসিক ফটোশপ জানা থাকলেই চলবে । এখানে এডভান্স লেভেল না জানা থাকলেও সমস্যা নেই ।


জাভাস্ক্রিপ্টঃ এইচটিএমএল,সিএসএস শেখার পর (JavaScript) শিখতে হবে । (JavaScript) হচ্ছে সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েবসাইটের ফাংশনালিটি বৃদ্ধি করে এবং প্রায় সকল ব্রাউজার এ কাজ করতে পারে । এটি একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । জাভাস্ক্রিপ্টকে সংক্ষেপে (JS) লেখা হয় । ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে Netscape এর প্রোগ্রামার Brendan Aich প্রথমে LiveScript এর উদ্ভাবন করেন । পরবর্তীতে, ৪ ডিসেম্বর, ১৯৯৫ এ LiveScript এর নাম পরিবর্তন করে জাভাস্ক্রিপ্ট রাখা হয় । জাভাস্ক্রিপ্ট সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । জাভাস্ক্রিপ্ট এ অল্প প্রোগ্রামিং করে অনেক বড় করা  যায় । এইচটিএমএল হচ্ছে স্ট্যাটিক যেখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এইচটিএমএল এর ভিতরে ডাইনামিক ডাটা ইনপুট করা যায় । এছাড়া, যারা এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করেন জাভাস্ক্রিপ্ট তাদের জন্য একটি টুল হিসেবে কাজ করে।একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে জাভাস্ক্রিপ্ট এর প্রয়োজনীয়তা অপরিহার্য । জাভাস্ক্রিপ্ট একটি ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তুলে এবং ওয়েবসাইটের ভিজিটরকে সাইটের প্রতি আকৃষ্ট করে ।

ওয়েব ডিজাইন নাকি ডেভেলপমেন্ট? 

বিশেষ করে যারা নতুন ওয়েব প্রোগ্রামিং শিখতে চান তারা ওয়েব ডিজাইন শিখবেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন এ বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়েন । আপনি ওয়েব ডিজাইন শিখবেন নাকি ডেভেলপমেন্ট শিখবেন এটা সম্পূর্ণ আপানার উপর নির্ভর করে ।
নিজে নিজে ওয়েব ডেভেলপমেন্ট শেখা একটা কঠিন ব্যাপার এবং তা অত্যন্ত সময় সাপেক্ষ । তাই, ভাল হয় ওয়েব ডেভেলপমেন্ট শেখার সময় কারও সাহায্য নেওয়া । যারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন তাদের প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হয় । এজন্য তাদেরকে ওয়েব প্রোগ্রামারও বলা হয়ে থাকে । ওয়েব ডেভেলপমেন্ট শিখতে বরছরখানেক সময় লাগতে পারে । ওয়েব ডেভেলপমেন্ট শিখতে প্রচুর আগ্রহ থাকতে হবে এবং ব্যাপক পরিশ্রম করতে হবে । ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে প্রথমে ওয়েব ডিজাইন শিখতে হবে । এক্ষেত্রে, সকল ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইনার ।  কিন্তু, ওয়েব ডিজাইন শেখা তেমন কঠিন নয় । ওয়েব ডিজাইন শিখতে প্রায় ২-৩ মাস সময় লাগে ।
ফ্রিলান্সের মার্কেটপ্লেস এ ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা আকাশছোঁয়া । এছাড়া, প্রতিনিয়ত ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা বেড়েই চলছে ।  অনলাইনে ওয়েবসাইট প্রোগ্রামিং এর কাজই সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে, ওয়েব ডেভেলপমেন্ট এর পরই রয়েছে ওয়েব ডিজাইনারের চাহিদা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন